কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় আট ঘণ্টা পর চলছে ৩ ফেরি

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট। প্রথম আলো ফাইল ছবি
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট। প্রথম আলো ফাইল ছবি

পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গতকাল শনিবার দিবাগত রাত ২টা থেকে আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

সকাল সাড়ে ১০টায় পরীক্ষামূলকভাবে তিনটি ছোট ফেরি কাঁঠালবাড়ি ঘাট ছেড়ে যায়। ফেরি চলাচল ব্যাহত থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে আট শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, গতকাল রাত ১১ টার পরে নৌপথের লৌহজং চ্যানেলে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে চ্যানেল পাড় হয়ে মূল নদীতে গেলে পড়তে হচ্ছে তীব্র স্রোতের কবলে। ফলে ফেরি চ্যানেল পার হয়ে মূল নদীতে ঢুকতে পারছে না। রাত ২টা থেকে এ সংকট প্রকট আকার ধারণ করায় সাময়িক বন্ধ রাখা হয় ফেরি চলাচল। আজ সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লা, ফরিদপুর ও এনায়েতপুরী নামে তিনটি ছোট ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে পরীক্ষামূলক ভাবে ছাড়া হয়।

কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া বলেন, ‘লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া শিমুলিয়া ঘাটের কাছাকাছি মূল পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। এ কারণে গতকাল রাত ২টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখি। পরে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি ছাড়া হয়। ফেরি তিনটি ঠিকমতো শিমুলিয়া পৌঁছাতে পারলে আরও কয়েকটি ফেরি ছাড়া হবে।’

সালাম মিয়া আরও বলেন, ‘সংকট নিরসনে বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ খননযন্ত্র বসিয়ে নদী শাসনের কাজ করছে। তবে কখন পরিস্থিত স্বাভাবিক হবে, তা নিশ্চিত বলতে পারছি না।’
কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক কুশল কুমার সাহা বলেন, ‘রাতে ও সকালে ফেরি চলাচল বন্ধ থাকায় চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। শিমুলিয়া ঘাটেও একই অবস্থা। নতুন যেসব যানবাহন ঘাটে আসে তাদের আমরা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে যাওয়ার পরামর্শ দিচ্ছি।’