সুনামগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যবসায়ী ফেরদৌস মিয়াকে হত্যার দায়ে সানি মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সানি মিয়া জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ রোডে শাহরিন ভেরাইটিজ স্টোর নামে ফেরদৌস মিয়ার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ২০০৮ সালের ১৪ জুন রাত সোয়া আটটার দিকে বাড়ি ফেরার পথে তিনি খুন হন। পরের দিন এ ঘটনায় ফেরদৌসের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় সানি মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে বাকি পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম রায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।