চট্টগ্রামে কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেওয়া নুর মোস্তফা টিনুকে (৪৫) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরের কাতালগঞ্জ এলাকার বাসা থেকে তাঁকে আটকের পর গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য, নুর মোস্তফার বিরুদ্ধে নগরের চকবাজার, পাঁচলাইশ, মুরাদপুর ও দেওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের নামধারী।

স্থানীয় লোকজনের ভাষ্য, চট্টগ্রামের সাবেক এক মন্ত্রীর অনুসারী হিসেবে নুর মোস্তফা পরিচিত। তিনি চট্টগ্রাম কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতি নিয়ন্ত্রণ করেন।

র‍্যাব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, নুর মোস্তফাকে আটকের পর তাঁকে নিয়ে র‍্যাব অভিযানে যায়। তাঁর কাছে অস্ত্র থাকার তথ্য র‍্যাবের কাছে ছিল।

পুলিশ সূত্র জানা যায়, নুর মোস্তফার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তবে লোকজন ভয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন না।

নুর মোস্তফা গ্রেপ্তার হওয়ার খবরে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি নেমে এসেছে।