শিমুল বিশ্বাসের পাসপোর্ট রিইস্যুর রায় স্থগিত

শিমুল বিশ্বাস। প্রথম আলো ফাইল ছবি
শিমুল বিশ্বাস। প্রথম আলো ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পাসপোর্ট রিইস্যু করতে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিলেন, তা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে গেছে বলে আগের পাসপোর্ট নম্বরে পাসপোর্ট রিইস্যু করা নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। শুনানি নিয়ে ২৯ আগস্ট হাইকোর্ট তাঁর পাসপোর্ট রিইস্যু করার নির্দেশ দিয়ে রায় দেন।

রাষ্ট্রের এই আইন কর্মকর্তা বলেন, পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। ছোটখাটো ভুলত্রুটি থাকলে সে ক্ষেত্রে রিইস্যু করা যায় বলে বিধান রয়েছে। এসব যুক্তিতে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।

তবে রিইস্যু করা পাসপোর্ট গতকাল রোববার হাতে পেয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন শিমুল বিশ্বাস।