শামসুজ্জামানের বিরুদ্ধে এবার কুমিল্লায় মামলা

শামসুজ্জামান
শামসুজ্জামান

টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানের বিরুদ্ধে কুমিল্লায় মামলা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা আজ সোমবার মামলাটি করেছেন।

কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহজালালের আদালতে ওই মামলা করা হয়েছে।

মামলার এজাহারে ছাত্রলীগের নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ১৭ সেপ্টেম্বর শামসুজ্জামান একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন। বক্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এতে জনগণের মধ্যে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। তাই এই মামলা করা হয়েছে।

মামলার আইনজীবী নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন বলেন, শামসুজ্জামান রাষ্ট্রদ্রোহের মতো কাজ করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধ, হত্যার উদ্দেশ্যে কথা দিয়ে আক্রমণ ও হুমকি দিয়েছেন। শুনানি শেষে রায় দেবেন বলে আদালত জানিয়েছেন।