খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডেঙ্গু
ডেঙ্গু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আবদুর রউফ (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রউফ যশোরের বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের হাসিম সরদারের ছেলে।

হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথ প্রথম আলোকে বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন রউফ। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন মৃত্যু হয়েছে। মারা যাওয়া লোকজনের মধ্যে সাতজন নারী, দুজন শিশু, একজন স্কুলছাত্র ও পাঁচজন পুরুষ। এসব লোকজনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে ১ জন ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।