মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে মা–বাবাকে নির্যাতন করায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর শহরের হঠাৎপাড়া মহল্লায় আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আনোয়ারুল (২৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেন।

আনোয়ারুলের মা আম্বিয়া বেগম বলেন, আগে বাদাম বিক্রির কাজ করত আনোয়ারুল। কয়েক বছর আগে ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড়ের জন্য বাড়ি থেকে জিনিস চুরি করে বিক্রি করে দিতে শুরু করে। একপর্যায়ে টাকার জন্য মা–বাবাকে নির্যাতন করতে শুরু করে। আজ দুপুরে তাঁর (মায়ের) কাছে মাদকের জন্য টাকা চেয়ে না পেয়ে বাড়ির জিনিস ভাঙচুর করতে শুরু করে সে। এ সময় তিনি মুঠোফোনে বিষয়টি ইউএনওকে জানান।

ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে আনোয়ারুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

আনোয়ারুলকে দিনাজপুরের কারাগারে পাঠানো হয়েছে।