অবৈধ আগ্নেয়াস্ত্র রাখায় দুজনের ১৪ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দুজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নাটোরের বিশেষ ট্রাইব্যুনাল-৪–এর বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলাম (৩৫) ও বাবু সর্দার (৩৪)।

মামলার সরকারি আইনজীবী লুৎফর রহমান বলেন, ৯ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি বাবু সর্দার আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি শহিদুল ইসলাম পলাতক।

মামলার বিবরণে জানা যায়, নলডাঙ্গা থানা-পুলিশ ২০০৪ সালের ৩০ এপ্রিল দুপুরে সরকুতিয়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে একটি শাটারগান উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ শহিদুল ইসলাম ও বাবু সর্দারের বিরুদ্ধে মামলা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মামলাটির তদন্ত শেষে উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।