স্টামফোর্ডে ইন-জিনিয়াস অ্যাকটিভেশন পর্ব

জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অতিথিরা। গতকাল দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে।  ছবি: প্রথম আলো
জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অতিথিরা। গতকাল দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ছবি: প্রথম আলো

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব।
অ্যাকটিভেশন পর্বের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় ২৫০ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতার আদ্যোপান্ত সম্পর্কে জানানো হয়।
অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফিরোজ আহমেদ বলেন, জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস শুধু একটি প্রতিযোগিতাই নয়, এটি জিনিয়াস বের করার কৌশল। এটি আসলেই এক অনন্য উদ্যোগ।
জিপিএস ইস্পাতের মহাব্যবস্থাপক (জিএম) গালিব মোহাম্মদ বলেন, এই প্রতিযোগিতার উদ্দেশ্য জিনিয়াস বের করা। তিনি আগামীর সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য শুভকামনা জানান।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক আলী আহমেদ, প্রতিযোগিতার
বিচারক মাহবুব মোরশেদ, প্রথম আলোর স্পেশাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর ফিরোজ জামান চৌধুরী।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ভিন্নধর্মী প্রতিযোগিতা শুরু করছে জিপিএইচ ইস্পাত-প্রথম আলো।
এ বছরের জানুয়ারিতে প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১১ জন শিক্ষক ও বিশেষজ্ঞ এই প্রতিযোগিতায় নির্বাচক হিসেবে থাকছেন। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলগতভাবে এতে অংশ নিতে পারবেন। এর জন্য প্রথমে ওয়েবসাইটে (www.prothomalo.com/enginus) গিয়ে নিবন্ধন করতে হবে।