আজ মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

আজ বুধবারও সারা দেশে মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাসের বাকি সময়জুড়ে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। থেমে থেমে বৃষ্টি হতে পারে। এতে দেশের বেশির ভাগ এলাকার গড় তাপমাত্রা কমে আসতে পারে। মৌসুমি বায়ুটি বাংলাদেশ, ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা পর্যন্ত বিস্তৃত আছে, যা মাসের বাকি সময়জুড়ে থাকতে পারে। এই বায়ু সক্রিয় থাকায় মাসের বাকি দিনগুলোর বেশির ভাগ সময় আকাশ মেঘে ঢাকা থাকতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে বৃষ্টি বেড়ে গেছে। আজও রাজধানীতে কয়েক দফা বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের ভেতরে ও উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ নদ-নদীর পানি বেড়ে গেছে। ইতিমধ্যে দেশের ৯৩টি নদ-নদীর মধ্যে ৬৫টিতে পানি বেড়েছে। তবে এখনো কোনোটিতে পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল দুপুর থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। রাজধানীতে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে অবশ্য রংপুরে, ১৬৬ মিলিমিটার। রাজধানীতে বিকেল থেকে নামা হঠাৎ বৃষ্টিতে বেশির ভাগ সড়ক কর্দমাক্ত হয়ে যায়। এ সময় কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে রাজধানীবাসী কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়েন। যানজটের কারণে সেই ভোগান্তি আরও বাড়ে।

আবহাওয়াবিদেরা বলছেন, বাংলাদেশে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হওয়ার প্রধান কারণ মৌসুমি বায়ু। বায়ুর সঙ্গে থাকা জলীয় বাষ্পের কারণে বৃষ্টি শুরু হয়েছে। আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হিক্কার কারণে আরব সাগর থেকেও বিপুল পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগরে এসে হাজির হয়েছে।

এদিকে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হিক্কা গতকাল সন্ধ্যা সাতটায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আঘাত করেছে। এর প্রভাবে আরব সাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে ভারতের গুজরাট, তেলেঙ্গানা ও উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।