পাহাড়ে পাখির রাজ্যে

>সবুজ পাহাড়কে বলা হয় পাখির রাজ্য। পাহাড়ি বনজঙ্গলে বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখির বিচরণ। পাহাড়ে যেসব পাখির দেখা মেলে, সমতলে তাদের দেখা মেলা ভার। তবে পাহাড় থেকে ময়না, টিয়া ও বনমোরগসহ বিভিন্ন প্রজাতির পাখি পাচার হয়ে যাচ্ছে। পাচারকারীদের হাত থেকে পাখিদের রক্ষা করার দাবি স্থানীয় পাখিপ্রেমীদের।
পাকা উদল ফল ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে এক শালিক।
পাকা উদল ফল ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে এক শালিক।
খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে নীলকণ্ঠ পাখি।
খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে নীলকণ্ঠ পাখি।
জবা ফুলে ঠোঁট রেখেছে হলদে মৌটুসি পাখি।
জবা ফুলে ঠোঁট রেখেছে হলদে মৌটুসি পাখি।
কাঠের মাথায় চুপটি করে বসে আছে মাছরাঙা পাখি।
কাঠের মাথায় চুপটি করে বসে আছে মাছরাঙা পাখি।
গাছের ডালে জড়ো হয়েছে সুইচোরা পাখি।
গাছের ডালে জড়ো হয়েছে সুইচোরা পাখি।
এক টিয়া গাছের ডালে বসছে, আরেকটি উড়ে যাচ্ছে।
এক টিয়া গাছের ডালে বসছে, আরেকটি উড়ে যাচ্ছে।
উড়ে যাচ্ছে হরিয়াল পাখি।
উড়ে যাচ্ছে হরিয়াল পাখি।
নীল আকাশে ডানা মেলেছে শামুখোল পাখি।
নীল আকাশে ডানা মেলেছে শামুখোল পাখি।
পাকা আতার স্বাদ নিচ্ছে কাঠশালিক।
পাকা আতার স্বাদ নিচ্ছে কাঠশালিক।
ভুট্টাগাছ থেকে উড়ে যাচ্ছে কসাই পাখি।
ভুট্টাগাছ থেকে উড়ে যাচ্ছে কসাই পাখি।