সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শহরের মুনজিতপুর এলাকায় আজ বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের শরিফুল ইসলাম (৪২), মধ্যকাটিয়ার আবদুর রাজ্জাক সরদার (৪৯) ও গোলাম রব্বানী (৪০), লস্কারপাড়ার মাহমুদ হক (৫৪), পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান (৫৫), কলারোয়া উপজেলার শাহিন হোসেন (৩৫), লোহকুড়া গ্রামের আলাউদ্দিন সরদার (৫৮), আশাশুনি উপজেলার সাইফুল ইসলাম (৪০) ও কালীগঞ্জের জালাল সরদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, শহরের মুনজিতপুর এলাকায় এক বাড়িতে জুয়া খেলা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় নয়জনকে আটক করা হয়। তবে বাড়ির মালিক সৈয়দ হায়দার আলী অসুস্থ হওয়ায় তাঁকে আটক করা হয়নি। অভিযানে ওই বাড়ি থেকে ৪৯ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।