স্বাস্থ্যখাতে অবদান রাখতে এইচবিএসএনের উদ্বোধন

হেলদি বাংলাদেশ এসআরএইচ নেটওয়ার্ক (এইচবিএসএন) সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত
হেলদি বাংলাদেশ এসআরএইচ নেটওয়ার্ক (এইচবিএসএন) সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

জনসংখ্যা ও স্বাস্থ্য খাতে লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ দুই ক্ষেত্রে বাংলাদেশের অর্জনও যথেষ্ট। তবে এত কিছুর পরও বাল্য বিয়েসহ নানা সমস্যা এখনো আছে। নারীর ক্ষমতায়ন এবং নতুন প্রজন্মকে সামাজিক আন্দোলনে যুক্ত করার মাধ্যমেই এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। এসব অর্জনে শরিক হতে স্বাস্থ্য ও সামাজিকসহ নানা খাতে কাজ করা সংগঠনগুলো হেলদি বাংলাদেশ এসআরএইচ নেটওয়ার্ক (এইচবিএসএন) গড়ে তুলেছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে এ সংগঠনগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সংগঠনগুলোর মধ্যে আছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), অপশনস কনসালটিং সার্ভিসেস, ব্র্যাক, নারীপক্ষ, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি), আপিএএস-বাংলাদেশ, এসইআরএসি-বাংলাদেশ, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), আরএইচ-স্টেপ, মিরর ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড জাস্টিস, কথা, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও ঘাসফুল। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এই নেটওয়ার্কের আহ্বায়ক। আর পিপিআর নেটওয়ার্কের সাচিবিক দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি