দিগন্তজোড়া কাশবন

>

রাজধানীর আফতাব নগরে যত দূর চোখ যায় কাশবন আর কাশবন। আফতাব নগর খালের দুপাশে হাওয়ায় দুলছে শুভ্র ঘন কাশফুল। তবে কাশবনে যেতে ঝক্কিও কম নয়। রামপুরা সেতু থেকে চার–পাঁচ কিলোমিটারের পথ। পথটি আবার খানাখন্দ, ধুলা ও কাদায় ভরা। সেতু ও সড়কের এক পাশ সংস্কারের কাজ চলছে। অবশ্য বন্ধুর পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারলে চোখ ও মন জুড়িয়ে যাবে। আফতাব নগরের কাশবন দেখতে যেতে হলে এখনই যেতে হবে। আর কয়েক দিনের মধ্যেই মরে যেতে শুরু করবে কাশফুল। ছবিগুলো বৃহস্পতিবারের।

আফতাব নগরের দিগন্তজোড়া কাশবনের একাংশ।
আফতাব নগরের দিগন্তজোড়া কাশবনের একাংশ।
হাওয়া দুলছে রেশমি কাশফুল।
হাওয়া দুলছে রেশমি কাশফুল।
কাশবনে ছবি তুলছেন তরুণ–তরুণী।
কাশবনে ছবি তুলছেন তরুণ–তরুণী।
সাদা ফুলে হলুদ রেণু।
সাদা ফুলে হলুদ রেণু।
কাশবনের সঙ্গে ছবি তুলছেন একজন।
কাশবনের সঙ্গে ছবি তুলছেন একজন।
নির্মাণাধীন ভবনের জানালা দিয়ে দেখা কাশবন।
নির্মাণাধীন ভবনের জানালা দিয়ে দেখা কাশবন।