ঘাসের বস্তায় সাড়ে চার লাখ টাকা

ফেনীর পরশুরামে সীমান্ত সংলগ্ন এলাকায় ঘাসের বস্তার ভেতর থেকে সাড়ে চার লাখ টাকা জব্দ করেছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানির কাজে ব্যবহারের জন্য এসব টাকা পাচার হচ্ছিল বলে বিজিবির দাবি। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পরশুরাম পৌরসভার সীমান্ত সংলগ্ন বাউর পাথর এলাকা থেকে এ সব টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রতন চন্দ্র সরকার (৫৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা।

বিজিবি পরশুরাম সীমান্ত চৌকির হাবিলদার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে রতন সরকার ঘাসের একটি বস্তা নিয়ে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তাঁকে আটক করে। পরে বস্তার মুখ খুলে ঘাসের ভেতর সাড়ে চার লাখ টাকা পাওয়া যায়।

রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, এসব টাকা চোরাচালানির কাজে ব্যবহারে জন্য ভারতে পাচারের চেষ্টা চলছিল। বিজিবির চোখ ফাঁকি দিতে অভিযুক্ত ব্যক্তি এই কৌশল অবলম্বন করেন।

পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, টাকা জব্দের ঘটনায় রতন সরকারের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।