সিরাজদিখানে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া এলাকায় ইছামতি নদীতে বঙ্গবন্ধু স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ দেখতে শুক্রবার বিকেলে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ঢল নামে। স্থানীয়রা জানায় প্রতিবছর এই দিনে নৌকাবাইচ হয়। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার মানুষ জন আসেন। এই এলাকার মেয়েরাও তাঁদের শ্বশুরবাড়ি থেকে আসে। নৌকাবাইচ দেখতে আসাদের একজন সুমিতা রানি বলেন, নৌকাবাইচ হওয়ার দুই দিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি। আনন্দের নৌকাবাইচ দেখতে দেবর, ননদেরা এসেছে।

প্রতিযোগিতায় বিভিন্ন রংবেরঙের ১৫ টি নৌকা অংশগ্রহণ করে। এতে তুফান নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়।

তেঘরিয়া যুব সংঘের সভাপতি ও রাজানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ সোহেলের সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ফ্রিজ ও এলইডি টেলিভিশন প্রদান করা হয়।