বরিশালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

এডিস মশা। ফাইল ছবি
এডিস মশা। ফাইল ছবি

বরিশালে সাধনা রানী (৪৫) নামে এক গৃহবধূ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালটিতে এ নিয়ে গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১১ জন রোগী মারা গেলেন।

সাধনা রানী বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র হালদারের স্ত্রী।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন আজ সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার গুরুতর অবস্থায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত সাধনা রানী হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার ৫১০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪৩৭ জন চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। হাসপাতালে আজ সকালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।