শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৩ পাখি অবমুক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে খাঁচাবন্দী পাখি অবমুক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে খাঁচাবন্দী পাখি অবমুক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে খাঁচাবন্দী ৭৩টি পাখি অবমুক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ রোববার দুপুরে ডিএসসিসির নগর ভবনে এই পাখিগুলো অবমুক্ত করা হয়।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জন্মদিন পালন করে।

আজ ডিএসসিসির মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

'শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের খুশির দিন' শীর্ষক এই আলোচনায় অংশগ্রহণ করেন ডিএসসিসির মেয়র, কর্মকর্তা ও কাউন্সিলরেরা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন। এ ছাড়া চলমান ক্যাসিনো বাণিজ্যের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।