পড়ার সঙ্গে হাঁস চাষে ৫ তরুণ

>

পাবনা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের সরাবাড়িয়া গ্রাম। কৃষিজীবী পরিবারের পাঁচ তরুণ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। পড়াশোনার খরচ জোগাতে পরিবারের বোঝা হয়ে উঠতে চান না। নিজেদের খরচ জোগানের পাশাপাশি বেকারত্বহীন ভবিষ্যৎ গড়তে বাড়ির পাশের পুকুরে হাঁসের খামার করেছেন তাঁরা। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা তরুণেরা হলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সম্মান প্রথম বর্ষের সুমন আলী, সরকারি শহীদ বুলবুল কলেজের প্রথম বর্ষের রুহুল আমিন, আটঘরিয়া ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের জনি হোসেন এবং জেলার শামসুল হুদা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শামিম হোসেন ও চতুর্থ বর্ষের ছাত্র সজীব হোসেন। নিজেদের জমানো প্রায় ৪০ হাজার আর পরিবারের কাছ থেকে আরও ৩০ হাজার টাকা নেন তাঁরা। মাস তিনেক আগে ৬০ হাজার টাকায় হাঁসের ৪০০ বাচ্চা কিনে খামার শুরু করেন।

তিনবেলা খাবার দেওয়া এবং সন্ধ্যায় পুকুর থেকে হাঁসগুলো নিয়ে ঘরে তোলা ছাড়া খামারে তাঁদের তেমন কোনো কাজ করতে হয় না
তিনবেলা খাবার দেওয়া এবং সন্ধ্যায় পুকুর থেকে হাঁসগুলো নিয়ে ঘরে তোলা ছাড়া খামারে তাঁদের তেমন কোনো কাজ করতে হয় না
পড়ালেখার পাশাপাশি খামারে খুব সহজেই সময় দেন পাঁচ তরুণ
পড়ালেখার পাশাপাশি খামারে খুব সহজেই সময় দেন পাঁচ তরুণ
তিন মাসে হাঁসের বাচ্চাগুলো বেশ বড় হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে ওই পাঁচ তরুণের স্বপ্ন
তিন মাসে হাঁসের বাচ্চাগুলো বেশ বড় হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে ওই পাঁচ তরুণের স্বপ্ন
বাচ্চাগুলো সব সময় নজরে রাখতে হয়
বাচ্চাগুলো সব সময় নজরে রাখতে হয়
হাঁসের দল বেঁধে চলা
হাঁসের দল বেঁধে চলা
পুকুরে ভেসে বেড়ানো
পুকুরে ভেসে বেড়ানো
পানিতে দল বেঁধে থাকা হাঁসের বাচ্চাগুলোকে ঘরে তোলার চেষ্টা
পানিতে দল বেঁধে থাকা হাঁসের বাচ্চাগুলোকে ঘরে তোলার চেষ্টা