শ্রীমঙ্গলে দুর্গার ৯ রূপের পূজা, ভক্তের ভিড়

দেবী দুর্গার নয়টি রূপের নয়টি প্রতিমা তৈরি করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মণ্ডপে। গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মঙ্গলচণ্ডী মন্দিরে।  ছবি: প্রথম আলো
দেবী দুর্গার নয়টি রূপের নয়টি প্রতিমা তৈরি করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মণ্ডপে। গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মঙ্গলচণ্ডী মন্দিরে। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মন্দিরে শুরু হয়েছে ৯ দিনব্যাপী আগাম দুর্গাপূজা। ৯ দিনে দেবীর ৯টি রূপের পূজা করা হবে। দেবী দুর্গার ৯টি রূপ দেখতে প্রথম দিন থেকেই ভক্তরা মন্দিরে ভিড় করছেন।

গতকাল সকালে ইছামতী চা-বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার শৈলপুত্রী রূপের পূজা করার মাধ্যমে এ পূজা শুরু হয়। এভাবে পরপর আগামী আট দিনে দেবীর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ড, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিধাত্রী রূপে দেবী দুর্গার পূজা করা হবে। আগামী ৮ অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।

গতকাল মঙ্গলচণ্ডী মন্দিরে গিয়ে দেখা যায়, মণ্ডপে এক সারিতে সাজিয়ে রাখা হয়েছে দুর্গার ৯ রূপের ৯টি প্রতিমা। সেখানে চলছে পূজা-অর্চনা। ঢাকের আওয়াজে মোহিত হচ্ছে চারপাশ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলিও দিচ্ছেন ভক্তরা।

নবদুর্গা পূজা দেখতে আসা ‘এসকেডি আমার বাড়ি’ রিসোর্টের স্বত্বাধিকারী সজল কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব। আমরা দেখে আসছি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পূজা হয়। কিন্তু এখানে একটু ভিন্ন। এখানে আয়োজকেরা ৯ দিন পূজা করে থাকেন। সে ক্ষেত্রে আনন্দের দিনগুলো তাঁরা বেশি পান। আমরা এখানে পূজা দেখতে এসে দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা দেখতে পেয়েছি। জানতে পেরেছি।’

শিক্ষাবিদঅবিনাশ আচার্য বলেন, ‘আমরা প্রতিবছরই এই পূজা দেখতে আসি। মঙ্গলচণ্ডী মন্দিরটি দেখতে চমৎকার। চারদিকে উঁচু–নিচু টিলায় সবুজ চায়ের বাগানের মধ্যখানে এ মন্দিরটি। তা ছাড়া দেশের অন্য কোথাও এভাবে ৯ দিনব্যাপী পূজার আয়োজন হয় না। তাই সবার কাছে একটু আকর্ষণ থাকে এই পূজার।’

শ্রীশ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, এ দেবস্থলটি শ্রীমঙ্গলের সর্বাধিক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। এখানে রয়েছে মঙ্গলচণ্ডী দেবীর থলি। অনেকে শ্রীমঙ্গল নামের উৎপত্তিও এই শ্রীশ্রী মঙ্গলচণ্ডীর থলি থেকে হয়েছে বলে মত প্রকাশ করেন। ওই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে এবার নবমবারের মতো পূজার আয়োজন করা হয়েছে। বিশ্বজিৎ দেব বলেন, দেবী দুর্গার ৯টি রূপকে বোঝানোর জন্য মূলত নবদুর্গা বলা হয়। শরৎকালে ৯ দিনে প্রতিদিন দেবী দুর্গার এই ৯ রূপের এক একজনকে পূজা করা হয়। এর আগে ২০১১ সালে এই পূজা এখানে শুরু করেছিলাম। প্রথম দিকে ভক্তদের সংখ্যা কম হলেও এখন দিন দিন বাড়ছে।