পটুয়াখালীতে স্ত্রী খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি। এএফপি
প্রতীকী ছবি। এএফপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামী মো. ফেরদৌস হাওলাদারকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এই দণ্ড দেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমল দত্ত জানান, ২০১৩ সালের ৪ আগস্ট কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ফেরদৌস তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় আয়েশার বাবা ইউনুচ হাওলাদার বাদী হয়ে ফেরদৌস, তাঁর বাবা আবদুল খালেক, মা রোকেয়া বেগমসহ পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর ফেরদৌসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত ফেরদৌসকে দণ্ড দেন।