বন্দরে ক্যাসিনোর সামগ্রী উদ্ধার

ক্যাসিনো ।  প্রতীকী ছবি
ক্যাসিনো । প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ক্যাসিনোর সামগ্রী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দরের লক্ষ্মণখোলা ইউনিয়নে শাহীন মিয়ার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ক্যাসিনোর সামগ্রী জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহীন মিয়া তাঁর চারতলা বাড়িটি ডিং জং চায়না ব্যাটারি কোম্পানির কাছে ভাড়া দেন। ভাড়া দেওয়ার পর থেকেই বাইরের কেউ সেখানে ঢুকতে পারত না। প্রায় রাতেই বাড়িটিতে মেয়েদের নিয়ে আসতেন চীনারা। সকালে মেয়েদের বের হতে দেখা যেত। তবে ওই বাড়িতে কী ঘটত, তা কেউ জানত না।

বাড়ির মালিক শাহীন মিয়া বলেন, ‘আমি বাড়ি ভাড়া দিয়েছি। চীনা কোম্পানির কর্মীরা আমাদেরও বাড়িতে ঢুকতে দিত না।’

ব্যাটারি কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেন বলেন,‘ক্যাসিনো কি না জানি না। তবে চীনারা প্রতিনিয়তই এসব খেলাধুলা করত। আমরা মনে করতাম, তাঁদের দেশের খেলা।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে থাকা মাহাজং ক্যাসিনোর দুটি বোর্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এ বিষয়ে পুলিশে কোনো অভিযোগ করা হয়নি।