পূজার অনুষঙ্গ

>সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। সর্বত্র চলছে পূজার প্রস্তুতি। পূজার অন্যতম অনুষঙ্গ মাটির তৈরি ছোট-বড় ঘট, স্নানের পাতিল, ধারা ঘট, ছোট পাতিল, ধুপতি, মাটির প্রদীপসহ বিভিন্ন জিনিসপত্রের। দেবী দুর্গার পূজা অর্চনায় এসব মাটির জিনিস ব্যবহার করা হয়। সিলেট নগরের কিনব্রিজ এলাকায় নানা নকশায় মাটির তৈরি পূজার অনুষঙ্গ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিকিকিনিও হচ্ছে বেশ।
সাজিয়ে রাখা হয়েছে রঙিন মাটির জিনিস।
সাজিয়ে রাখা হয়েছে রঙিন মাটির জিনিস।
বিক্রির জন্য রাখা ছোট আকারের ধুপতি।
বিক্রির জন্য রাখা ছোট আকারের ধুপতি।
বিক্রির জন্য বসে আছে বিক্রেতা।
বিক্রির জন্য বসে আছে বিক্রেতা।
আরতির সময় ব্যবহার করা হয় বড় ধুপতি।
আরতির সময় ব্যবহার করা হয় বড় ধুপতি।
রং করে সাজিয়ে রাখা হয়েছে ঘট।
রং করে সাজিয়ে রাখা হয়েছে ঘট।
রং করে সাজিয়ে রাখা হয়েছে ঘট।
রং করে সাজিয়ে রাখা হয়েছে ঘট।
ধুপতি, ঘট, থালা সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য।
ধুপতি, ঘট, থালা সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য।
প্রথম ধাপের রং লাগানো হয়েছে।
প্রথম ধাপের রং লাগানো হয়েছে।
লাল রঙে সাজানো ছোট ঘট।
লাল রঙে সাজানো ছোট ঘট।