প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা ৩০০ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রকাশ্যে ধূমপান করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখায় অন্য এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রথম শ্রেণির নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে কসবা উপজেলা পরিষদ এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া একই দিনে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় ‘সাত্তার স্টোর’-এ প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখার জন্য এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মাসুদ উল আলম সাজার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।