ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জেলা শহরের জগৎবাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।

অর্থদণ্ড পাওয়া তিন ব্যবসায়ী হলেন অলি মিয়া (৫৫), শরীফ মিয়া (২৫) ও শাওন রায় (২৫)। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারের কয়েকজন ব্যবসায়ী বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। সরকার–নির্ধারিত বিভিন্ন পণ্য বিক্রির মূল্যতালিকাও পাওয়া যায়নি অনেক দোকানে। পরে শাওন রায়কে ১৫ হাজার টাকা এবং অলি মিয়া ও শরীফ মিয়াকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিক্রয়কৃত পণ্যের মূল্যতালিকা টাঙানো না থাকায় এবং বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯–এর ৩৮ ও ৪০ ধারায় তাঁদের জরিমানা করা হয়েছে।