কলেজছাত্রীকে 'প্রকাশ্যে মারধর', তরুণের বিরুদ্ধে মামলা

জামালপুর পৌর শহরে এক কলেজছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।

অভিযুক্ত তরুণের নাম মো. সাব্বির হোসেন (১৮)। তিনি জামালপুর শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মামলার এজাহার ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর ধরে ওই তরুণ ছাত্রীকে কলেজে যাতায়াতের সময় রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলেন। আজ বেলা তিনটার দিকে জামালপুর শহরের জিলা স্কুলের সামনে প্রকাশ্যে রাস্তায় ওই ছাত্রীকে আটকিকে ব্যাপক মারধর করেন। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত তরুণ পালিয়ে যান। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ‘বখাটের’ বিরুদ্ধে থানায় মামলা করেন।

কলেজছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে ওই বখাটে আমাদের জীবনকে বিষিয়ে তুলে ছিল। তার যন্ত্রণায় মেয়েকে এক রকম বাসায় বন্দী অবস্থায় থাকতে হচ্ছিল। অনেকবার ছেলের পরিবারে বিচারও দিয়েছি। কোনো লাভ হয়নি। বিভিন্ন সময় সাব্বির মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকিও দিচ্ছিল। ভোটার আইডি কার্ডের ছবি তুলতে জিলা স্কুলে গিয়েছিল মেয়েটা। বখাটে সেখানেই গিয়েছে। স্কুল থেকে বের হওয়া মাত্র টেনেহিঁচড়ে রাস্তার মধ্যে আমার মেয়েকে মারধর করে। বখাটের যন্ত্রণা আমরা কি একটু ভালোভাবে বাঁচতেও পারব না।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালেমুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘থানায় মামলা হয়েছে। বখাটে প্রকাশ্যে মারধর করেছে। এর বিচার হবেই। ঘটনার পর থেকে বখাটে পলাতক। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। ছাত্রীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, যাতে পরিবারটি ভয় না পায়। মেয়েটির কলেজে যাওয়ার ব্যবস্থাও করা হবে।’