আইন না মানায় ক্রিকেটার তাইজুলকে জরিমানা

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর জন্য তাইজুলকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রথম আলো ফাইল ছবি
হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর জন্য তাইজুলকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রথম আলো ফাইল ছবি

হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ। আজ বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে এই জরিমানা করা হয়।

নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে থানার মোড়ে পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশী চলছিল। এ সময় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছলে পুলিশ তাঁকে থামায়। তাইজুলের মাথায় হেলমেট না থাকায় পুলিশের দায়িত্বরত কর্মকর্তা তাঁকে ২০০ টাকা জরিমানা করেন। তিনি জরিমানার টাকা পরিশোধ করে সেখান থেকে গন্তব্যে চলে যান।

পরে তাইজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি নাটোর শহরের নিজ বাড়ি থেকে নলডাঙ্গায় ঘুরতে যাচ্ছিলেন। ভুলবশত হেলমেটটি বাড়িতে রেখে যান। এ কারণে পুলিশ ২০০ টাকা জরিমানা করেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, আইনের বিধান মানতেই তাইজুলকে জরিমানা করা হয়েছে। তিনি সবার কাছে জনপ্রিয় মানুষ হলেও আইনের দৃষ্টিতে সবাই সমান। তাই তাঁর প্রতি সম্মান বজায় রেখেই ন্যূনতম জরিমানা করা হয়েছে।