ফরিদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়নের জাজিরাকান্দি এলাকার মিজান কাজী বাড়ির সামনে জাজিরাকান্দি-ফকিরকান্দি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই ব্যক্তি হলেন চরমানাই ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামের আবুল কালাম আজাদ (৫৩) ও মিনা হাওলাদার (৫৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদ তাঁর মোটরসাইকেলে মিনা হাওলাদারকে নিয়ে স্থানীয় হাকিম মাতুব্বরের হাটে যাচ্ছিলেন। তাঁরা ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামের মিজান কাজীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তাঁরা দুজন সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। তবে অপর মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান।

পরে এলাকাবাসী আহত আজাদ ও মিনাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সকাল সোয়া ১০টার দিকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস জানান, ওই মোটরসাইকেল দুর্ঘটনায় কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী আবুল কালাম আজাদ মারা গেছেন। আর চরমানাই ইউনিয়ন পরিষদের সচিব তপন কুমার তাঁর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চৌকিদার মিনা হাওলাদারের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।