পুলিশ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তাঁর পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহের মধ্যে তাঁদের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য, বিবরণী, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিত তথ্য (কেওয়াইসি) পাঠাতে বলেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আনিসুর রহমানের পাশাপাশি তাঁর স্ত্রী ফাতেমাতুজ জোহরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়েছে বিএফআইইউ। এর মধ্যে ফাতেমাতুজ জোহরা আগে সংসদ সদস্য ছিলেন। আনিসুর রহমান আগে যশোরের পুলিশ সুপার ছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


বিএফআইইউয়ের চিঠিতে আনিসুর রহমানের স্থায়ী ঠিকানা বলা হয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম।

আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। আমি জানি না, ঠিক কী কারণে এটা করা হচ্ছে। যাঁরা করছে, ঠিক তারাই এটা বলতে পারবেন।’

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, একটি তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তাঁদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।