শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেপ্তার

জিসান আহমেদ। ছবি: ইন্টারপোলের ওয়েবসাইট
জিসান আহমেদ। ছবি: ইন্টারপোলের ওয়েবসাইট

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ (৪৯) দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার রাতে জিসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জিসানের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য রাখাসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জিসান ১৯৭০ সালে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। বনানী, গুলশান, বাড্ডা, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকার ত্রাস ছিলেন জিসান। ২০০৩ সালে তিনি দেশ ছাড়েন।

জিসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

প্রায় দুই দশক আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় জিসানের নামও রয়েছে।

জিসান দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার বিষয়ে একটি প্রেসনোট দিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) উদ্যোগে ও এনসিবি দুবাইয়ের (ইন্টারপোল) সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এনসিবি দুবাই ৩ অক্টোবর (বৃহস্পতিবার) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আইনি প্রক্রিয়া শেষে জিসানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানায় পুলিশ সদর দপ্তর।