শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম রিজু মাতুব্বর (৩৭)। রিজু দৌলতপুর গ্রামের আলাউদ্দীন মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রিজু তাঁর বাড়ির সামনের পুকুরে মাছ ধরতে যান। স্থানীয় আচমত নামের এক ব্যক্তির মুরগির ফার্মের বৈদ্যুতিক তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ায় পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। রিজু ওই পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রিজুর বড় ভাই সিদ্দিক মাতুব্বর বলেন, ‘বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে রিজু বিদ্যুৎস্পৃষ্ট হন। যারা বিদ্যুতের তার এভাবে ফেলে রেখেছে, আমি তাদের বিচার চাই।’

শিবচর থানার পরিদর্শক (অপারেশন) আমির হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিজুর পরিবার আমাদের কাছে কোনো অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।