ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুর শহরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে শেখ আবু মো. ফায়াদুল আলম (৪০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের কবি জসীমউদদীন সড়কের আলীপুর মহল্লার ফটিকের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফায়াদুল আলম পশ্চিম আলীপুর মহল্লার সবুজ ভিলার বাসিন্দা শেখ নজরুল ইসলামের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

ফায়াদুলের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়াদুল আলম মোটরসাইকেল চালিয়ে অম্বিকাপুর যাচ্ছিলেন। ফটিকের সেতুর কাছে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফায়াদুল সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। এ সময় চালক ইজিবাইক নিয়ে দ্রুত পালিয়ে যান।

এলাকাবাসী আহত ফায়াদুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফায়াদুলের লাশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।