জেনেভা ক্যাম্পে যুবকের চোখে রাবার বুলেটের আঘাত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. রকি হোসেন (২২) নামে এক যুবকের ডান চোখ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রকির পরিবারের অভিযোগ, আজ শনিবার দুপুরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে রকি তাঁর ডান চোখ দিয়ে দেখতে পারছেন না।

জেনেভা ক্যাম্পে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. রকি হোসেন (২২) নামে এক যুবকের ডান চোখে গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ছবি : প্রথম আলো
জেনেভা ক্যাম্পে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. রকি হোসেন (২২) নামে এক যুবকের ডান চোখে গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ছবি : প্রথম আলো

রকির খালাতো ভাই মিঠু প্রথম আলোকে বলেন, রকি জেনেভা ক্যাম্পের পাশে বাপ্পি নামে এক ব্যক্তির মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেন। ওই গ্যারেজের সামনের সড়কে আজ দুপুরে বিদ্যুতের দাবিতে আন্দোলন শুরু করেন জেনেভা ক্যাম্পে বসবাসকারী বিহারিরা। তবে রকি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় গ্যারেজে থাকা রকির চোখে পুলিশের ছোড়া একটি রাবার বুলেটের আঘাত লাগে। গুলির আঘাতে তাঁর ভাই রকির ডান চোখের কিছু অংশ বেরিয়ে আসে এবং রক্ত পড়তে থাকে। সেখান থেকে আহত অবস্থা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা করানোর পর রকিকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।

মিঠু বলেন, রকির ডান চোখের অবস্থা খুব খারাপ। চোখটি ফোলা রয়েছে এবং দেখতে পারছেন না। রকির বাবা ভুট্টু মিয়া রিকশা চালক। জেনেভা ক্যাম্পে তাঁদের বাসা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগের মেডিকেল অফিসার মৌসুমি সুলতানা জেরিন বলেন, রকির ডান চোখের বেশির ভাগ অংশ বেরিয়ে এসেছে। তবে চোখের ভেতরের অবস্থা পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।