পূজায় ঢাকঢোল

>

দুর্গোৎসব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে বাংলাদেশের বিভিন্ন স্থানের পূজা উদ্‌যাপন কমিটি। সেখানে বাহারি ঢাকঢোল বাজানো হয়। বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথাজুড়ে ঢাকঢোল বাজিয়ে আনন্দ উদ্‌যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

ঢাকের বহরে ঢোল বাজিয়েরা
ঢাকের বহরে ঢোল বাজিয়েরা
ঢাকঢোল বাজিয়ে আনন্দ উদ্‌যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা
ঢাকঢোল বাজিয়ে আনন্দ উদ্‌যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা
সমবেত ঢোল বাজিয়েরা
সমবেত ঢোল বাজিয়েরা
রাজপথে আনন্দ
রাজপথে আনন্দ
রংবেরঙের ঢুলি
রংবেরঙের ঢুলি
কে কত ভালো বাজাতে পারেন, যেন তার প্রতিযোগিতা
কে কত ভালো বাজাতে পারেন, যেন তার প্রতিযোগিতা
ঢোল মোড়ানো হয়েছে নানান রঙের কাপড়ে
ঢোল মোড়ানো হয়েছে নানান রঙের কাপড়ে
বহরে থাকে বাঁশি
বহরে থাকে বাঁশি
নুতন প্রজন্মের সদস্যদের অংশগ্রহণ
নুতন প্রজন্মের সদস্যদের অংশগ্রহণ