তিস্তায় স্রোতে ভেসে গেলেন নৌকার ১০ যাত্রী

নৌকাডুবির জায়গায় লোকজনের ভিড়। ছবি: প্রথম আলো
নৌকাডুবির জায়গায় লোকজনের ভিড়। ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে নৌকা ডুবে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, আজ বুড়িরহাট স্পারের কাছ থেকে একটি খেয়া নৌকা ২৫ জন যাত্রী নিয়ে তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। এ সময় ১৫ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী জানান, ‘দুপুর ১২টার দিকে নৌকা ছাড়ার পর টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির প্রবল স্রোতে ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে স্রোতে ভেসে যায়।’

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের দল এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।