সম্রাটের সহযোগী আরমান কারাগারে

এনামুল হক আরমান
এনামুল হক আরমান

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী যুবলীগ নেতা এনামুল হক আরমানকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাত পৌনে ১১টার দিকে তাঁকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার পাঠানো হয়।

কুমিল্লা কারাগারের ডেপুটি জেলার বিলাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ প্রথম আলোকে বলেন, ১৪০ টি ইয়াবা বড়ি রাখার দায়ে আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‍্যাব ৭ এর এসআই সজীব মিয়া। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র‍্যাব। তাঁদের ঢাকায় নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাঁদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।