অনুমতি ছাড়া যুবলীগ চেয়ারম্যান দেশত্যাগ করতে পারবেন না

সরকারের অনুমতি ছাড়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী দেশত্যাগ করতে পারবেন না। অভিবাসন পুলিশের দায়িত্বশীল একজন কর্মকতা গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিবাসন পুলিশের দায়িত্বশীল ওই কর্মকতা বলেন, উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরী যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে না পারেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক।

যুবলীগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ৬৪ বছর বয়সে তিনি সংগঠনের চেয়ারম্যানের পদ পান। সাত বছর ধরে তিনি এই দায়িত্বে রয়েছেন। ওমর ফারুকের বয়স এখন ৭১ বছর।

যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৩ সালে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন ওমর ফারুক। এর আগের কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ২০১২ সালে হন চেয়ারম্যান। এরপর থেকে যুবলীগে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।

ক্ষমতাসীন দলের যুব সংগঠনের শীর্ষ পদ পাওয়ার পর ওমর ফারুকের ভাগ্য বদলে যায়। তিনি এখন ধনাঢ্য জীবন যাপন করছেন। যদিও তাঁর দৃশ্যমান কোনো ব্যবসা নেই।