মাদক সেবনের দায়ে তিন তরুণের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে তিন তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তেঁতুলিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুল হক আজ সোমবার এই সাজা দেন।

সাজা পাওয়া তরুণেরা হলেন মো. মামুন (২৫), মো. সবুজ (১৯) ও রেজাউল করিম (২৬)।

ওই ঘটনার পাশাপাশি প্রকাশ্যে ধূমপানের দায়ে মো. আল আমিন (১৯) ও মোস্তফা কামাল (১৮) নামের দুই তরুণকে জরিমানা করেছেন আদালত।

ইউএনও মো. মাসুদুল হক বলেন, আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ ও বড়দলুয়াগছ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ১০ গ্রাম শুকনা গাঁজাসহ হাতেনাতে ওই তিন তরুণকে আটক করা হয়।

ইউএনও বলেন, গাঁজা সেবনের দায়ে শালবাহান ইউনিয়নের ময়নাকুড়ি এলাকার মো. মামুনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার মো. সবুজকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড এবং রেজাউল করিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মো. মাসুদুল হক জানান, একই এলাকার আল আমিন ও মোস্তফা কামালকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। সাজা পাওয়া তরুণদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।