মিছিলে হাজারো শিক্ষার্থী

মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জড়ো হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের পাশাপাশি মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও।

হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছেন মিছিলে। ছবি: আবদুস সালাম
হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছেন মিছিলে। ছবি: আবদুস সালাম

বুয়েট মিছিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হাজারের ওপরে পৌঁছেছে। আজ বেলা পৌনে একটার দিকে তাঁরা শহীদ মিনার থেকে মিছিল বের করে পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের পাশ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার মোড় হয়ে পূর্ব পাশের গেট দিয়ে এখন আবার বুয়েট ক্যাম্পাসে অবস্থান নিচ্ছেন। আবরার হত্যার বিচার, উপাচার্যের ভূমিকা ও তাঁর সমালোচনা, খুনিদের ফাঁসির দাবিতে মিছিলে স্লোগান দেওয়া হয়।

হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছেন মিছিলে। ছবি: আবদুস সালাম
হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছেন মিছিলে। ছবি: আবদুস সালাম

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিল বের করেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে প্রতীকী কফিন নিয়ে পলাশীর মোড়ে পৌঁছান তারা। তাঁদের মিছিলে আবরার হত্যার বিচার ও ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি নিয়ে স্লোগান দেওয়া হয়।