শোকে মুহ্যমান, ক্ষোভে উত্তাল সারা দেশ

>বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে গত রোববার রাতে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরারের এমন মৃত্যুতে শোকে মুহ্যমান সবাই। আবরার হত্যার বিচার চেয়ে বুয়েটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মানববন্ধন। গাজীপুর, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: মাসুদ রানা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মানববন্ধন। গাজীপুর, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: মাসুদ রানা
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৮ অক্টোবর। ছবি: দিনার মাহমুদ
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৮ অক্টোবর। ছবি: দিনার মাহমুদ
বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৮ অক্টোবর। ছবি: দিনার মাহমুদ
বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৮ অক্টোবর। ছবি: দিনার মাহমুদ
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন। প্রেসক্লাব, যশোর, ৮ অক্টোবর। ছবি: এহসান-উদ-দৌলা
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন। প্রেসক্লাব, যশোর, ৮ অক্টোবর। ছবি: এহসান-উদ-দৌলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৮ অক্টোবর। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৮ অক্টোবর। ছবি: শহীদুল ইসলাম
আবারার ফাহাদের জানাজায় অংশ নেওয়া মানুষের বিক্ষোভ। রায়ডাঙ্গা, কুমারখালী, কুষ্টিয়া, ৮ অক্টোবর। ছবি: হাসান মাহমুদ
আবারার ফাহাদের জানাজায় অংশ নেওয়া মানুষের বিক্ষোভ। রায়ডাঙ্গা, কুমারখালী, কুষ্টিয়া, ৮ অক্টোবর। ছবি: হাসান মাহমুদ
বুয়েট ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের মৌন মিছিল। বুয়েট, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বুয়েট ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থীদের মৌন মিছিল। বুয়েট, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বুয়েট ক্যাম্পাসের কাছে পুলিশের সতর্ক অবস্থান। পলাশী মোড়, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বুয়েট ক্যাম্পাসের কাছে পুলিশের সতর্ক অবস্থান। পলাশী মোড়, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: আবদুস সালাম