খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লাভলি আক্তার (৩৫) নামের এক নারী মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাভলি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙা গ্রামের বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথ প্রথম আলোকে বলেন, পাঁচ দিনের জ্বর নিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন লাভলি। ভর্তির প্রায় ছয় ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন নারী, দুজন শিশু, একজন স্কুলপড়ুয়া ছাত্র এবং অন্য পাঁচজন পুরুষ। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।