শেরেবাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

শিক্ষার্থীদের সমাবেশে বুয়েট শিক্ষক সমিতির সভাপতির বক্তব্য। বুয়েট, ঢাকা, ৯ অক্টোবর। ছবি: আবদুস সালাম
শিক্ষার্থীদের সমাবেশে বুয়েট শিক্ষক সমিতির সভাপতির বক্তব্য। বুয়েট, ঢাকা, ৯ অক্টোবর। ছবি: আবদুস সালাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের প্রভোস্ট মো. শাহিনুর ইসলাম পদত্যাগ করেছেন। আজ বুধবার বুয়েটের শহীদ মিনারের পাশের রাস্তায় বিক্ষোভরত শিক্ষার্থীদের মাঝে এসে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ এ কথা জানান।

এ সময় বুয়েটের অন্য শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।

প্রভোস্টের পদত্যাগের বিষয়টি জানিয়ে এ কে এম মাসুদ জানান, বর্তমান পরিস্থিতিতে বুয়েটে বিভিন্ন প্রশাসনিক কাজের পরিস্থিতি নেই। এখন যে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে, তা স্থগিত করা হবে, না পরীক্ষা হবে, সে সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের বৈঠকে বসে নেবেন তাঁরা।

এর আগে শিক্ষক সমিতির এক জরুরি সভায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার সিদ্ধান্তগুলো জানান তিনি।

এ সময় এ কে এম মাসুদ বলেন, আবরার ফাহাদ (২১) হত্যার ঘটনায় বুয়েট উপাচার্যের অদক্ষতা ও নির্লিপ্ততায় তাঁর পদত্যাগ দাবি করছে শিক্ষক সমিতি। তিনি বলেন, উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে সরকারের কাছে দাবি, তাঁকে যেন অপসারণ করা হয়।