আনসার সদস্য হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

ঢাকার শ্যামলী এলাকায় আনসার বাহিনীর সদস্য ফজলুল হক হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পুলিশ কনস্টেবল আবদুল জলিলকে হত্যাচেষ্টার দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার এই রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন তরিকুর রহমান, পাপ্পু ওরফে অন্তু ও শুক্কুর আলী।

যাবজ্জীবন সাজা পেয়েছেন শুক্কুর আলী। জামিনে গিয়ে তিন আসামি পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০২ সালের ১৩ মার্চ বেলা পৌনে একটার দিকে শ্যামলী এলাকায় একটি বাস কাউন্টারে ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বাধা দিলে আনসার সদস্য ফজলুল হক ও পুলিশ কনস্টেবল জলিলকে গুলি করে ছিনতাইকারীরা। এরপর আসামিরা পালিয়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যান আনসার সদস্য ফজলুল হক। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। পরে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন পাপ্পু ওরফে অন্তু।