মোটরসাইকেল থেকে পড়ে আ.লীগ নেতার স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বগুড়ার শেরপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতার স্ত্রী আসমা আক্তার (৪৬)। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আড়ংশাইল এলাকায় মির্জাপুর-রানীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আসমার স্বামী আবদুর রশিদ। তাঁদের বাড়ি উপজেলার বিশালপুর ইউনিয়নের করিমপুর গ্রামে। রশিদ একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী সড়কে গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের হেফাজতে নেওয়া ওই ট্রাকে গ্যাসের সিলিন্ডার ছিল। ট্রাকটি ওই সড়ক দিয়ে যাচ্ছিল উপজেলার রানীরহাটের দিকে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিপরীতমুখী মোটরসাইকেলটি শেরপুর শহরের দিকে ফিরছিল। দুর্ঘটনাস্থলে মোটরসাইকেলের পেছনে বসা আসমা খাতুন পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশটি নিহত আসমার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।