পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম নাসিমা বেগম (২৪)। তাঁর স্বামীর নাম মো. মামুন। তিনি গ্রাম পুলিশ সদস্য।

মো. মামুন বলেন, তাঁর স্ত্রী একজন মৃগী রোগী। বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে মৃগী রোগের প্রভাবে পানিতে তলিয়ে যান। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নাসিমা বেগম পুকুরে গোসল করতে নামার পর মৃগী রোগে জ্ঞান হারিয়ে মারা যান। যাঁদের মৃগী রোগ আছে, তাঁদের কখনো পুকুরের পানিতে গোসল করা উচিত নয়। অসতর্কতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে।