কাউন্সিলর হাবিবুরের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান। ছবি: আবদুস সালাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান। ছবি: আবদুস সালাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ শনিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে মামলাটি করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক প্রথম আলোকে বলেন, আজ সকালে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবদুল জব্বার বাদী হয়ে হাবিবুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি করেছেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে। আগে সেই মামলায় হাবিবুরকে আদালতে পাঠানো হবে। এরপর তাঁকে শ্রীমঙ্গলে এনে অস্ত্র আইনে করা মামলায় আদালতে পাঠানো হবে।

গতকাল শুক্রবার ভোরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একটি বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানকে আটক করে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি গুলিভর্তি একটি অবৈধ পিস্তল উদ্ধার করে র‍্যাব। এরপর তাঁকে ঢাকায় এনে মোহাম্মদপুরের বাসা ও লালমাটিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে হাবিবুরের বাসা থেকে এক কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ও বিভিন্ন ব্যাংকের সই করা মোট ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।