আ. লীগ নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া এলাকায় এক আওয়ামী লীগের নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। আহত অবস্থায় আওয়ামী লীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ছোনটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতার নাম মো. আয়নাল হক (৪৫)। তিনি দিগপাইত ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিনের বিরুদ্ধে তাঁকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, গতকাল সন্ধ্যার দিকে আওয়ামী লীগ নেতা মো. আয়নাল হক দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে বসে ছিলেন। হঠাৎ স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আল আমিন লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত মো. আয়নাল হকের ভাতিজা আনোয়ার হোসেনের দাবি, ‘আমার চাচাকে নির্মমভাবে পিটিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আল আমিন। রাস্তায় ফেলে চাচাকে ব্যাপক পেটানো হয়েছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। সারা শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। শেখ আল আমিন একজন চাঁদাবাজ-সন্ত্রাসী। বিভিন্ন সময় তাঁর ওই সব অন্যায় কাজের প্রতিবাদ করতেন আমার চাচা। সে কারণেই আমার চাচাকে নির্মমভাবে মারধর করা হয়েছে।’

দিগপাইত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন বলেন, ‘মো. আয়নাল হককে আমি মারধর করিনি। কোনো কারণ ছাড়াই বাজারের লোকজনের সামনে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন তিনি। এ ঘটনায় আমি একটি লাঠি নিয়ে যাই ঠিকই। কিন্তু কোনো মারধরের ঘটনা ঘটেনি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’