মন্ত্রিপরিষদ সচিব হলেন খন্দকার আনোয়ারুল

খন্দকার আনোয়ারুল
খন্দকার আনোয়ারুল

সিদ্ধান্ত আগেই হয়েছিল। এবার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বর্তমানে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শফিউল আলম আগামী ১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ বিকল্প নির্বাহী পরিচালক’ পদে মন্ত্রিপরিষদ সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন।

এই দুই বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান। তাঁর বাড়ি টাঙ্গাইলে। তাঁর স্ত্রী কামরুন নাহার বর্তমানে মহিলা ও শিশুবিষয়ক সচিব।