দুদকের ফাঁদে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহায়ক

ঘুষ দাবি করার অভিযোগে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্যক্তিকে আজ সোমবার বেলা দুইটার দিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আতিকুল ইসলাম (৩৫)। তিনি ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের অফিস সহায়ক।

দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়।

দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, স্কুলশিক্ষক শহিম উদ্দীন কিছুদিন আগে ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিজের পাসপোর্ট করতে যান। এ সময় অফিস সহায়ক আতিকুল ইসলাম পাসপোর্টের নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত টাকা দাবি করেন। এ বিষয়ে শহিম উদ্দীন দুদকে অভিযোগ দেন। এর ভিত্তিতে দুদক ফাঁদ পাতে। পরে আজ বেলা দুইটার দিকে ২১ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আতিকুল ইসলামকে আটক করা হয়।

আবু হেনা আশিকুর রহমান বলেন, ঘুষের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহায়ক আতিকুলকে আটক করা হয়েছে। তাঁকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।