সেই চার শিশুর জবানবন্দি নিল আদালত

ঢাকার ধামরাইয়ে সেই চার শিশু আজ সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা আদালতের কাছে ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়েছে।

এদিকে চার শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আফসার উদ্দিনকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রিমান্ড না দিয়ে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আফসার উদ্দিনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রিমান্ডের শুনানির দিন পরবর্তী সময়ে ধার্য করবেন বলে জানান। এরপর তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

চার শিশুকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা তিনটার দিকে চকলেট খাওয়ানোর কথা বলে আফসার উদ্দিন চার শিশুকে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে নেন। অভিযোগ উঠেছে, এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চারজনকে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে বললে খুন করে ফেলবেন—এমন হুমকি দিয়ে ওই চারজনকে বের করে দেন। এ ব্যাপারে এক শিশুর বাবা রোববার ধামরাই থানায় মামলা করেন।